দুই কর্মকর্তার পদোন্নতি এপেক্স ফুটওয়্যারের
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের অ্যাডিশনার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন দিলীপ কাজুড়ী ও পদোন্নতি পেয়ে চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছেন ফিরোজ মোহাম্মদ। দিলীপ কাজুড়ী ২০০৯ সাল থেকে কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ভূমিকা পালন করেছেন। ফিন্যান্স এবং অডিট বিভাগে তার অবদান ব্যবসার প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফিরোজ মোহাম্মদ ২০২১ সালে যোগদানের পর কোম্পানিতে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন আসে, যা এপেক্সের ব্যবসায়িক বৃদ্ধিতে সাহায্য করে। এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদোন্নতি কোম্পানিতে একটি নতুন যুগের সূচনা হয়েছে। সামনের দিনে কোম্পানিটি নতুন সম্ভাবনার উদ্ভব হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। - বিজ্ঞপ্তি
স্থায়ী ক্যাম্পাসে সোনারগাঁও ইউনিভার্সিটি
রাজধানীর খিলগাঁও ৭৫ নম্বর ওয়ার্ডে সোনারগাঁও ইউনিভার্সিটির নিজস্ব স্থায়ী ক্যাম্পাস চালু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভুঁইয়া ও বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু, মীর আবদুল আলিম, প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, প্রফেসর মো. আল আমিন মোল্লা।
রাজশাহী কলেজে প্রাইম ব্যাংকের সেমিনার
প্রাইম ব্যাংকের উদ্যোগে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ থিমের অধীনে ‘এনগেইজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী কলেজ ও রাজশাহী কলেজ বিজনেস ক্লাব যৌথভাবে সেমিনারের আয়োজন করে। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীরা ব্যাংকিং ও ক্যারিয়ার সম্পর্কে তাদের মতামত দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন ও আরসিবিসির প্রধান উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. গোলাম রাব্বানী। সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রাইম ব্যাংকের নর্থ রিজিওনাল হেড মো. আবদুল হালিম। উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের রাজশাহী শাখা ব্যবস্থাপক মো. সাইদ ইমামসহ অন্য কর্মকর্তারা।
মেঘনা ব্যাংকের ট্রেইনি অফিসার প্রশিক্ষণ
মেঘনা ব্যাংক পিএলসির ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ফাউন্ডেশন ট্রেইনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠান ব্যাংকের প্রশিক্ষণ কেন্দ্র ‘সেন্টার ফর এক্সেলেন্সে’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও কাজী আহ্সান খলিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মানবসম্পদ বিভাগের প্রধান রাশেদুল আলম এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এ কে মজিবুর রহমান। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নতুন কর্মকর্তারা ব্যাংকিং খাতের মৌলিক জ্ঞান, দক্ষতা ও মেঘনা ব্যাংকের করপোরেট সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করবেন।
মেরিটাইম ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিরপুরে বিএন কলেজের শহীদ মোয়াজ্জেম হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। এ ছাড়াও নবীন শিক্ষার্থীদের অভিভাবক, ট্রেজারার, রেজিস্ট্রার ও অনুষদগুলোর ডিনরা।
কমিউনিটি ব্যাংকের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নিয়ে ‘কফি উইথ দ্য ক্যাপ্টেন’ শীর্ষক বিজনেস সম্মেলন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্বে) কিমিয়া সাদাত। ব্যাংকিং নীতি, প্রবিধি এবং দায়িত্বশীলতা বিষয়ে পারস্পরিক মতবিনিময় ও তথ্যের আদান-প্রদান ছাড়াও উদ্ভাবনী ব্যাংকিং এবং গ্রাহকসেবার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করেন কিমিয়া সাদাত। উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস মো. আরিফুল ইসলাম; হেড অব এইচআরডি (চলতি দায়িত্ব) এইচ এম মেহেদী হাসান, হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমানসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা