বিপি-মেঘনা পেট্রোলিয়াম অংশীদারির ৪০ বছর
বিপি (ব্রিটিশ পেট্রোলিয়াম) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন অংশীদারির ৪০ বছর উদ্যাপন করেছে। জমকালো এ অনুষ্ঠান কেক কেটে উদ্যাপন করা হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। বিপি লুব্রিক্যান্ট, সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট কেদার লেলে বলেন, ‘শেষ চার দশক ধরে মেঘনা পেট্রোলিয়াম বাংলাদেশে বিপি লুব্রিক্যান্টের ব্র্যান্ড ইমেজ, মার্কেট শেয়ার এবং বিপির লুব্রিক্যান্টের সহজলভ্যতাকে আরও বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। চল্লিশ বছরের মাইলফলক ছুঁয়ে এই সংযুক্তি শ্রেষ্ঠত্বের নতুন সংজ্ঞা তৈরি করেছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর টিপু সুলতান বলেন, ‘বিপি’র সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্কের ৪০ বছর পূর্ণ হয়েছে। -বিজ্ঞপ্তি
৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৯৬ কোটি
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক শেষে ৬৯৬.৪৪ কোটি টাকা মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানির ৪৪তম পর্ষদ সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। প্রতিবেদনের তথ্যমতে, চলতি হিসাব বছরের ৩১ মার্চ সময়ে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন পূর্ববর্তী বছরের একই সময়ের ২৪.৭৩ শতাংশ থেকে কমে ২২.০৯ শতাংশ হয়েছে। এ ছাড়াও আলোচ্য সময়ে উচ্চ সুদ হার এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বিক্রয়ের শতকরা হারের বিপরীতে আর্থিক ব্যয় পূর্ববর্তী বছরের একই সময়ের ৬.১৪ শতাংশ থেকে বেড়ে ৭.২৯ শতাংশ হয়েছে। -বিজ্ঞপ্তি
টেলিটক-পিসিপিএল চুক্তি
জলসিঁড়ি আবাসন প্রকল্পে ডেটা সেবা ব্যবহার করে অত্যাধুনিক স্ট্রিট লাইট কন্ট্রোলিং সিস্টেম কার্যক্রম পরিচালনার জন্য প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেড (পিসিপিএল) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন পিসিপিএল এমডি মো. আবদুল্লাহ হারুন ও টেলিটকের এজিএম মো. সাইফুর রহমান খান। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
বিইউপিতে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চের উদ্যোগে আয়োজিত সেমিনারে ২০২৩-২০২৪ অর্থবছরে ইউজিসির অর্থায়নে পরিচালিত দুটি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‘আইএফআইসি ইকো সলভ’ সম্মাননা পেলেন শিক্ষার্থীরা
টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তা ও বিভিন্ন উদ্ভাবনী সমাধানবিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতা ইকো সলভ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে আইএফআইসি ব্যাংক। রাজধানীর পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে স্মারক, সনদ ও সম্মাননা চেক তুলে দেন প্রধান অতিথি ও আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এমডি সৈয়দ মনসুর মোস্তফা।
নিউইয়র্কে তিন দিনের রেমিট্যান্স মেলা
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল সরকার সম্প্রতি নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলা উদ্বোধন করেন। এ সময় ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। লা গুয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে বাংলাদেশ-আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ১৯-২১ এপ্রিল এ মেলা অনুষ্ঠিত হয়।