এনএসইউতে আলোচনা সভা
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের আয়োজনে সিন্ডিকেট হলে ‘এই শতকের নিরাপত্তা সংকেত : নতুন যুগের অগ্রাধিকারের সংজ্ঞা’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল এ এন এম মুনিরুজ্জামান (অব.)। সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
মেরিটাইম ইউনিভার্সিতে জুলাইয়ের গল্প
দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঢাকার অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে যথাযথ মর্যাদায় ‘জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫’, ‘জুলাই যোদ্ধাদের জুলাইয়ের গল্প বলা’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেরিটাইম বিজনেস স্টাডিজের ডিন এবং ডিন্স কমিটির চেয়ারম্যান কমডোর মো. নিয়ামুল হাসান। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জুলাই গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের সম্মুখযোদ্ধা আহত শিক্ষার্থী ও অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মার্কেন্টাইল ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
মার্কেন্টাইল ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালান্সশিট অনুমোদিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক ও স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আউয়াল প্রমুখ। -বিজ্ঞপ্তি
সিইউবি আন্ডারডগ চ্যাম্পিয়ন
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পূর্বাচল পারমানেন্ট ক্যাম্পাসে সম্পন্ন হলো ‘চৌধুরী জাফরুল্লাহ শরাফাত ট্রফি ২০২৫’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। দিনব্যাপী এ জমজমাট প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্রীড়া প্রতিভা ও দলগত স্পিরিট প্রদর্শনের দুর্দান্ত সুযোগ পায়। চূড়ান্ত ম্যাচে দুই শক্তিশালী দলের হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত উৎসবের আমেজ।-বিজ্ঞপ্তি
মানারাত ইউনিভার্সিটিতে জুলাই বিপ্লব অনুষ্ঠান
জুলাই বিপ্লবের-২০২৪ বর্ষপূর্তি স্মরণে পক্ষকালব্যাপী অনুষ্ঠান শুরু করছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র শহীদ শাকিল হোসেন ও ইইই বিভাগের ছাত্র শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহর কবর জিয়ারতের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ অনুষ্ঠান শুরু হয়। চলবে ৫ আগস্ট পর্যন্ত। গতকাল জুলাই শহীদ শাকিল হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্রছাত্রীদের নিয়ে সভা হবে। ৫ আগস্ট সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের ২০২৪ বর্ষপূর্তি স্মরণে পক্ষব্যাপী উদ্যাপন অনুষ্ঠানের সমাপ্তি হবে। এ ছাড়া এদিন শহীদ শাকিল হোসেনের নামে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদ শাকিল চত্বর ও শহীদ আহনাফ আবির আশরাফুল্লার নামে শহীদ আহনাফ লাইব্রেরির নামফলক উন্মোচন করা হবে। অনুষ্ঠান উদ্যাপনে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।-বিজ্ঞপ্তি
গার্ডিয়ান লাইফের সেলস কনফারেন্স
‘অদম্য গার্ডিয়ান’ স্লোগানে সম্প্রতি কক্সবাজারের হোটেল সি প্যালেসে এ বছরের বার্ষিক সেলস কনফারেন্স আয়োজন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ৮০০ জনেরও বেশি সেলস লিডার ও ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অংশগ্রহণ করেন। গত এক বছরে গার্ডিয়ানের অনন্য সাফল্য উদ্যাপনেই এ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় ২০২৪ সালে উল্লেখযোগ্য পারফরম্যান্সের জন্য ১৫ জন সেরা কর্মীকে পুরস্কৃত ও স্বীকৃতি প্রদান করে গার্ডিয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গার্ডিয়ানের ডিরেক্টর সৈয়দ আখতার হাসান উদ্দিন। আরও, উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ; চিফ রিটেইল বিজনেস অফিসার মাহমুদুর রহমান খানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।-বিজ্ঞপ্তি