পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ
পল্লী সঞ্চয় ব্যাংকের শৃঙ্খলাজনিত বিভাগীয় মামলার তদন্ত কার্যক্রমে পেশাদারি ও গতিশীলতা আনতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ের আয়োজিত কর্মসূচিতে পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অনলাইনে সংযুক্ত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মহিউদ্দীন, পরিচালক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, অতিরিক্ত সচিব সরদার কেরামত আলীম, পরিচালক ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান প্রমুখ। -বিজ্ঞপ্তি
এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
এনআরবি ব্যাংক পিএলসি সফলতার সঙ্গে ১২তম বছর পূর্ণ করেছে। ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান পরিচালকদের নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন। এ সময় সব গ্রাহক, শেয়ারহোল্ডার নিয়ন্ত্রণকারী সংস্থাসহ সব কর্মকর্তাকে দীর্ঘ সময় ব্যাংকের পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান চেয়ারম্যান।
ন্যাশনাল ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
ন্যাশনাল ব্যাংক পিএলসি.এর ৪২তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালকরাসহ ব্যাংকের শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
এবি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
এবি ব্যাংক পিএলসি.এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান কাইজার এ. চৌধুরীর সভাপতিত্বে সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমানসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। সভায় সাজির আহমেদকে ব্যাংকের পরিচালক পুনর্নির্বাচিত ও ড. নাসিমা এ. রহমানকে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন করা হয়। সভায় পরিচালক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন-২০২৪ গৃহীত হয়। এ ছাড়াও ২০২৫ সালের জন্য এমএম রহমান অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে বিধিবদ্ধ নিরীক্ষক এবং এস এফ আহমেদ অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে করপোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বসিলায় ঢাকা সেন্ট্রাল হাসপাতালের আউটডোর চালু
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে, সম্প্রতি রাজধানীর বসিলায় একটি আধুনিক মেডিকেল আউটডোর ও কনসালটেশন সেন্টার চালু করেছে। হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর এ এন এম তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সেন্টারটির উদ্বোধন করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন হাসপাতালের সিইও নাসির উদ্দিন। অনুষ্ঠানে আউটডোর ইনচার্জ ডা. সাইফুল ইসলাম, নার্সিং চিফ আফরোজা, ফার্মাসিস্ট মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম চাকলাদার
টিএএস গ্রুপ এবং বাক্কা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলম চাকলাদার এনসিসি ব্যাংক পিএলসি. এর পরিচালক নির্বাচিত হয়েছেন। মোরশেদুল আলম চাকলাদার একজন বাংলাদেশি উদ্যোক্তা যিনি ব্যবসায় তাঁর পরিবারের ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেড, ইস্টার্ন লজিস্টিকস (ইএলএল), ফ্রন্টিয়ারএক্স লিমিটেড, ডিজিবক্স লিমিটেড এবং ম্যাক্সওয়েল ইলেকট্রনিক্সসহ বেশ কয়েকটি সফল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও।