প্রাণ-আরএফএল গ্রুপের ক্যাম্পাস অ্যাম্বাসাডর ৪০ শিক্ষার্থী
প্রাণ-আরএফএলের নেক্সটজেন ক্যাম্পাস অ্যাম্বাসাডর হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পাস অ্যাম্বাসাডরদের হাতে চুক্তিপত্র তুলে দেন প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। তিনি বলেন, ‘নেক্সটজেন ক্যাম্পাস অ্যাম্বাসাডর প্রোগ্রাম শিক্ষার্থীদের শেখার জন্য অনেক বড় একটি সুযোগ। এ প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ক্যাম্পাসে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধি হিসেবে কাজ করবেন।
বিইউএফটিতে রাকিবের স্মরণসভা
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের সদ্য প্রয়াত সদস্য আবদুল্লাহ হিল রাকিব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০০টি নির্বাচিত আলোকচিত্র ও একটি তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়। পরিবার-পরিজন, সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা আবেগঘন স্মৃতিচারণার মাধ্যমে তাঁর নিষ্ঠা ও নেতৃত্বের গুণাবলি তুলে ধরেন।
ওয়ালটন মনিটরের দাম কমল
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় তিন মডেলের মনিটরের দাম কমেছে। ফলে গ্রাহকরা এখন আগের চেয়ে আরও সাশ্রয়ী মূল্যে উন্নত স্পেসিফিকেশনের মনিটরগুলো কিনতে পারবেন। এটি কোনো সীমিত সময়ের অফার নয় বরং এখন থেকেই নতুন সাশ্রয়ী মূল্যে এ মনিটর মডেলগুলো ওয়ালটনের প্লাজা, অনুমোদিত ডিলার আউটলেট এবং অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, প্রাণবন্ত ভিজুয়াল, স্টাইলিশ ডিজাইন এবং ব্যবহারবান্ধব ফিচারে সমৃদ্ধ ওয়ালটনের এই মনিটরগুলো নির্ভরযোগ্য প্রযুক্তিসঙ্গী।
তাগা আউটস্ট্যান্ডিং ইয়াং প্রফেশনালস অ্যাওয়ার্ড
ব্র্যাক-আড়ংয়ের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড তাগার উদ্যোগে অনুষ্ঠিত হলো তাগা আউটস্ট্যান্ডিং ইয়াং প্রফেশনালস অ্যাওয়ার্ড ২০২৪-২৫। রাজধানীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে এ আয়োজনে দেশের বিভিন্ন পেশায় অনন্য অবদান রাখা তরুণ নারী নেতৃত্বের কৃতিত্ব উদ্যাপন ও স্বীকৃতি প্রদান করা হয়।
বক্তব্য দেন ব্র্যাক এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ। তিনি বলেন, তাগার মূল লক্ষ্য, নারীর ক্ষমতায়নে সৃজনশীলতা, নৈতিক নেতৃত্ব এবং স্থিতিশীল কর্মসূচির অঙ্গীকার। অনুষ্ঠানে ৯ জন চূড়ান্ত মনোনীত নারীর অসাধারণ পেশাগত যাত্রা, যারা দেশের ১০৯টি প্রতিষ্ঠানের ৩০৯টি মনোনয়নের মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন। মনোনয়ন প্রক্রিয়ায় মূল্যবান মতামত দিয়েছেন সম্মানিত জুরি বোর্ড, যার সদস্যরা হলেন বিকাশ, দ্য ডেইলি স্টার, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, বাটা বাংলাদেশ, এইচএসবিসি বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, ব্র্যাক এন্টারপ্রাইজ এবং পাঠাও-এর সিনিয়র সদস্যরা। -বিজ্ঞপ্তি