মোমেন রিয়েল এস্টেটস্ ব্যাংক এশিয়ার চুক্তি
হোম লোন গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ সেবা নিশ্চিতে মোমেন রিয়েল এস্টেটস্ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্যাংক এশিয়া পিএলসি। ফলে মোমেন রিয়েল এস্টেটস্ লিমিটেডের গ্রাহকরা প্রতিযোগিতামূলক সুদহারে, দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংক এশিয়ার হোম লোন সেবা পাবেন। রাজধানীর কারওয়ান বাজারের ব্যাংক এশিয়া টাওয়ারে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং সৈয়দ জুলকার নাইন এবং মোমেন রিয়েল এস্টেটস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রিয়াদ মোমেন, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌরবিদ্যুতে চলবে বাংলালিংকের নেটওয়ার্ক
ফ্লোসোলার সল্যুশনস লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির প্রতিশ্রুতির অংশ হিসেবে ১০০ মেগাওয়াট সক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে বাংলালিংক। সৌরবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে দেশজুড়ে বাংলালিংকের টেলিকম নেটওয়ার্কে পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ করা হবে। চুক্তি অনুযায়ী ফ্লোসোলার ও সংশ্লিষ্ট অংশীদারেরা এ সৌরবিদ্যুৎ কেন্দ্রটির যথাযথ উন্নয়ন, অর্থায়ন ও পরিচালনায় কাজ করবে। অন্যদিকে, বাংলালিংক দীর্ঘমেয়াদি ‘করপোরেট পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট’ (সিপিপিএ)-এর আওতায় উৎপাদিত বিদ্যুৎ ক্রয় করবে। বাংলালিংকের লক্ষ্য দেশের ১৫ হাজারেরও বেশি বিটিএস সাইট, ডেটা সেন্টার ও স্পেশাল পারচেজ ভেহিকল (এসপিভি) সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনা করা। -বিজ্ঞপ্তি
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন
সাহস সমৃদ্ধির স্লোগানে অনুষ্ঠিত হলো এ-ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ডিলার সম্মেলন-২০২৫। ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশের প্রায় ৭০০ ডিলার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশনের সিএমও মোহাম্মদ আতিক আকবর, সিএফও বাবলা বসু, লজিস্টিক ডিরেক্টর মো. মফিদুল হক, সিনিয়র জিএম বিজনেস মো. আবদুর রাজ্জাক, মার্কেটিং বিভাগের এজিএম মো. ফাহিম হোসেন প্রমুখ। -বিজ্ঞপ্তি
ইফাদ গ্রুপের ৪০ বছর উদ্যাপন
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপ চার দশক পূর্ণ করেছে। ধামরাইয়ে ইফাদ অটোসের কারখানায় গত শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৪০ বছর পূর্তি উদ্যাপন করেছে। ‘সমৃদ্ধির পথে এক সাথে’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ, গ্রুপ পরিচালক নিলুফার আহমেদ, গ্রুপ ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, তাসকীন আহমেদ ও তাসফিন আহমেদ, গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হক চৌধুরীসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যবসায়িক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
আইএফআইসি ব্যাংক ম্যানেজার্স মিট অনুষ্ঠিত
খুলনায় ম্যানেজার্স মিট শীর্ষক ব্যবসায়িক সভার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়রাম্যান মো. মেহমুদ হোসেন। তিনি খুলনা জোনের সব শাখা ব্যবস্থাপকদের সঙ্গে বিভিন্ন আর্থিক সূচকে অর্জিত অগ্রগতির পাশাপাশি, ব্যাংকের টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা সভাপতিত্বে বক্তব্য দেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম প্রমুখ।
আকিজ বেকার্সের সেলস কনফারেন্স অনুষ্ঠিত
দেশের অন্যতম শীর্ষ খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স ২০২৫ সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশের সেলস টিমের সেরা পারফর্মাররা এবং শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। কনফারেন্সের মূল প্রতিপাদ্য ছিল ‘অদম্য আমরা একসাথে’, যা আকিজ বেকার্স লিমিটেড পরিবারের ঐক্য, পরিশ্রম ও দৃঢ়তার প্রতীক হিসেবে প্রতিধ্বনিত হয়। আকিজ বেকার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন বলেন, আমাদের এই সাফল্য, আমাদের ঐক্য, নিষ্ঠা ও অবিরাম পরিশ্রমের প্রতীক।