সাউথইস্ট ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল সামিট
সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস, সিএসসিএ এসবিআইএফ এবং এসইইউডিসির কোলাবোরেশনে ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনব্যাপী ‘থ্রি জিরো পলিসিবিষয়ক ইন্টারন্যাশল সামিট’ আয়োজন করা হয়। সামিটের উদ্বোধন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন। প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সম্মানীয় অতিথি ছিলেন নর্থ সাউথের উপাচার্য এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম। -বিজ্ঞপ্তি
বিজিবির ১০৩ ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। -বিজ্ঞপ্তি
বিইউএফটিতে টেক্সটাইল হ্যাক
টেক্সটাইল খাতে উদ্ভাবনকে উৎসাহী এবং শিল্প ও শিক্ষার মধ্যে সহযোগিতা জোরদার করতে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আয়োজন করে টেক্সটাইল হ্যাক ২০২৫ : প্রোটোটাইপ বাজার। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী দলগুলো তাদের সৃজনশীল ও টেকসই সমাধানসমূহ লাইভ প্রোটোটাইপ প্রদর্শন ও পিচ সেশনের মাধ্যমে উপস্থাপন করে। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কারস্টেন্স প্রমুখ। -বিজ্ঞপ্তি
এসিআই ফার্মার বার্ষিক সম্মেলন
এসিআই ফার্মা বিজনেসের ‘বার্ষিক বিপণন এবং বিক্রয় সম্মেলন ২০২৫-২০২৬’, কক্সবাজারে অনুষ্ঠিত হয়। যেখানে সারা দেশ থেকে বিপণন এবং বিক্রয় কর্মীরা উপস্থিত ছিলেন। এসিআই হেলথকেয়ার লিমিটেডের এমডি ও সিইও এম মহিবুজ জামান স্বাগত বক্তব্যে ২০২৪-২০২৫ সালের সাফল্য তুলে ধরে বলেন, এসিআই ফার্মা দেশের মানুষের জীবন-মান উন্নয়নে নিরলসভাবে অবদান রাখছে। হেলথকেয়ার ডিরেক্টর মোহম্মদ আবুল বাশার হাওলাদার মার্কেট ল্যান্ডস্কেপ ও কৌশলগত লক্ষ্য নিয়ে বক্তব্য দেন। আরও বক্তব্য দেন মার্কেটিং অপারেশন্স ডিরেক্টর মো. মুহসিন মিয়া ও ফিল্ড মার্কেটিং অপারেশন্স ডিরেক্টর মো. মাহমুদুর রহমান ভুইয়া।
আইএসইউতে দক্ষতা উন্নয়ন কর্মশালা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) বিজনেস ক্লাব ও বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) আয়োজনে অনুষ্ঠিত হলো লিডারশিপ ওয়ার্কশপ। ‘স্পিক স্মার্ট, ওয়ার্ক স্মার্টার’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, বিওয়াইএলসির স্কিলস ডেভেলপমেন্ট টিমের ফ্যাকাল্টি মেম্বার, মাহমুদুল হাসান জাহিদ। কর্মশালায় পাবলিক স্পিকিংয়ের বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
ডিআইইউতে নদী ব্যবস্থাপনা আলোচনা
সিএইচটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের উদ্যোগে ‘জলবায়ুর পরিবর্তন ও জল রাজনীতির : ব্রহ্মপুত্র যমুনা ‘অববাহিকায় আন্তনদী ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূমিকা চ্যালেঞ্জ ও কৌশল’ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ভাইস-চান্সেলর প্রফেসর ড. জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. রমিত আজাদ, সাংবাদিক ও বিশ্লেষক রেজাউল করিম রনি। মূল প্রবন্ধ পাঠ করেন সাইং সাইং উ নিনি প্রমুখ। -বিজ্ঞপ্তি