শাবিপ্রবিতে আর্থিক দক্ষতা বিষয়ে কর্মশালা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য আর্থিক ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিবিষয়ক কর্মশালার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। বিশ্ববিদ্যালয়টির মিনি অডিটোরিয়ামে নৃবিজ্ঞান বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। শাবিপ্রবির প্রক্টর মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি
বর্জ্য ব্যবস্থাপনা সেমিনার পরিবেশ অধিদপ্তরে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কঠিন বর্জ্যরে টেকসই ব্যবস্থাপনা : চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. সোহরাব আলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। স্বাগত বক্তব্য দেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান।
ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের এক সভা সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান এবং শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্যসচিব প্রফেসর ড. মুহাম্মাদ আবদুস সামাদসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন -বিজ্ঞপ্তি
সনির ওয়্যারলেস নয়েজ-ক্যান্সেলিং হেডফোন বাজারে
সনির ওয়্যারলেস নয়েজ-ক্যান্সেলিং হেডফোন বাজারজাত করছে সনি-র্যাংগস নামে পরিচিত র্যাংগস ইলেকট্রনিক্স। সনি-র্যাংগস শোরুম ও গ্যাজেট গিয়ার আউটলেটে প্রি-বুকিং চলবে ১০ জুলাই পর্যন্ত। ১৫ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে। র্যাংগসের সিএফও মোস্তফা ওয়াকি চৌধুরী, সিনিয়র জিএম মোহাম্মদ জানে আলম, সনির বাংলাদেশ ব্রাঞ্চ হেড রিকি লুকাস এবং গেজেট গিয়ারের মোহাম্মদ আহসান কবির চৌধুরী সম্প্রতি পণ্যটি বাজারজাতের ঘোষণা দেন।
বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাব সদস্যদের জন্য ঢাকা ব্যাংকের ক্রেডিট কার্ড ঢাকা ব্যাংক ও বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাব চালু করেছে মাস্টারকার্ড কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শেখ মোহাম্মদ মারুফ বলেন, ‘ঢাকা ব্যাংক সব সময় গ্রাহকদের মানসম্মত ও উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানের চেষ্টা করে। এই কো-ব্র্যান্ডেড কার্ড আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন, যা বিশেষ শ্রেণির গ্রাহকদের জন্য প্রিমিয়াম সুবিধার সঙ্গে বাস্তবিক চাহিদার সমন্বয় ঘটায়।’ বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাব লিমিটেডের সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব বলেন, ‘এই কার্ড চালু আমাদের সদস্যদের চাহিদা পূরণের প্রতি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপকে তুলে ধরে।’ -বিজ্ঞপ্তি
১১ জেলায় ফেভিকল ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
দেশের ১১টি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ফেভিকল চ্যাম্পিয়ন্স ক্লাব (এফসিসি)। এ কর্মসূচিতে ক্লাবের ৩৯০০ সদস্যের সহযোগিতায় রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, কুমিল্লা, বগুড়া, গাজীপুর, ময়মনসিংহ, খুলনা ও সাভারে মোট ২৮২৫টি চারাগাছ রোপণ করেছে। ‘গাছ লাগাই, জীবন বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানানো হয়। পিডিলাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মৈনাক দত্ত বলেন, ‘আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি, বন্যা, তাপপ্রবাহসহ প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বাড়ছে। পরিবেশগত সংকট মোকাবিলায় ছয় বছরে এফসিসি দেশে ১০ হাজারের বেশি গাছ লাগিয়েছে।’-বিজ্ঞপ্তি