তারল্যে স্থিতিশীল মেঘনা ব্যাংক
তারল্যে স্থিতিশীলতার কারণে মেঘনা ব্যাংক পিএলসি রয়েছে দৃঢ় অবস্থানে। তথ্যানুযায়ী ব্যাংকটির ঋণ-আমানত অনুপাত (এডিআর) মাত্র ৭৬.৪৬ শতাংশে সীমাবদ্ধ। গত বছর ব্যাংকটির আমানত স্থিতি ছিল ৮,৬৮৪ কোটি টাকা। গত বছর অনেক ব্যাংকের আমানত কমলেও মেঘনা ব্যাংকের নিট আমানত বেড়েছে ২,১৮১ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে আরও ৪৭২ কোটি টাকা বৃদ্ধির ফলে আমানতের স্থিতি দাঁড়িয়েছে ৯,১৫৬ কোটি টাকা। এ বিষয়ে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান বলেন, চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে মেঘনা ব্যাংকের আর্থিক ভিত্তি যথেষ্ট মজবুত। ক্রেডিট রেটিং ‘ডাবল এ প্লাস’। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী মূলধন পর্যাপ্ততার অনুপাত ১৫.০৬ শতাংশের বেশি এবং খেলাপি ঋণের হার মাত্র ৪.৭৮ শতাংশ, যা ব্যাংক খাতের গড়ের তুলনায় অনেক কম। টেকসই আমানত প্রবৃদ্ধি, ঋণের বহুমুখীকরণ, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন, সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ এবং আয়ের বহুমুখীকরণ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করছে। ব্যাংকটির নতুন শাখা খোলা, প্রযুক্তিনির্ভর সেবা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জনে ধারাবাহিক উদ্যোগ নিয়ে কাজ করছে। এ ছাড়া অ্যাপভিত্তিক সেবা ‘মেঘনাপে’, উন্নতমানের ইন্টারনেট ব্যাংকিং এবং আধুনিক ক্রেডিট কার্ড গ্রাহকদের নগদবিহীন লেনদেনে উৎসাহিত করছে।
ইসলামী ব্যাংকের এএমডি কামাল উদ্দীন জসীম
ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর (এএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এম কামাল উদ্দীন জসীম। তিনি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, ক্যামেলকো, অপারেশন্স ও ডেভেলপমেন্ট উইংয়ের প্রধান হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করে ঢাকা ইস্ট জোনপ্রধান ও বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধানসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন।
গুলশানে আলিফ আতরের প্রধান কার্যালয় উদ্বোধন
রাজধানীর গুলশানে শুরু হয়েছে আলিফ আতর কোম্পানির প্রধান কার্যালয়ের কার্যক্রম। গুলশান সার্কেল-২ এর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে ঐতিহ্য ও আধুনিকতার ছোঁয়ায় নতুন অফিস উদ্বোধন করেন আলিফ আতর কোম্পানির স্বত্বাধিকারী মাওলানা সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন আলিফ আতর কোম্পানির হেড অব মার্কেটিং ইব্রাহিম খলিলসহ অন্য অতিথিরা। ইব্রাহিম খলিল বলেন, আলিফ আতর কোম্পানির স্বপ্নযাত্রার নতুন অধ্যায়। গুলশান-২ এ প্রধান কার্যালয় স্বপ্নের সঙ্গে দূরদর্শিতা। এই নতুনত্বের কারণে আমরা কাস্টমারের আরও দোরগোড়ায় পৌঁছে যেতে পারব। -বিজ্ঞপ্তি