টেকসই অর্থায়নের স্বীকৃতি পেল পূবালী ব্যাংক পিএলসি
শীর্ষ টেকসই ব্যাংকের গৌরবময় স্বীকৃতি অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলীর হাতে শ্রেষ্ঠত্বের সনদ ও ক্রেস্ট তুলে দেন। এ সময় ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
ধানমন্ডিতে অ্যাপোলো ক্লিনিকের কার্যক্রম শুরু করেছে জেএমআই
আন্তর্জাতিক হাসপাতাল চেইন অ্যাপোলোর অঙ্গপ্রতিষ্ঠান অ্যাপোলো ক্লিনিক এখন ঢাকায়। ধানমন্ডিতে অ্যাপোলো ক্লিনিকের কার্যক্রম শুরু করেছে জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদির ও মহাসচিব জাকির হোসেন প্রমুখ। -বিজ্ঞপ্তি
বিইউএফটিতে শহীদ সেলিম তালুকদারকে স্মরণ
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) গর্বিত অ্যালামনাই ও ২০২৪ এ জুলাই আন্দোলনের সাহসী বীর শহীদ মো. সেলিম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদের পিতা মো. সুলতান তালুকদার। দিনব্যাপী কর্মসূচির শুরুতে অতিথিরা সদ্য উদ্বোধিত শহীদ সেলিম তালুকদার স্মৃতিফলক পরিদর্শন করেন। পরে নবনির্মিত ‘শহীদ সেলিম তালুকদার কেন্দ্রীয় লাইব্রেরি’ উদ্বোধন করেন। -বিজ্ঞপ্তি