শ্রেষ্ঠ উদ্ভাবনের স্বীকৃতি পেল বিকেবির অ্যাপ
বাংলাদেশ কৃষি ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন মাই বিকেবি অ্যাপ শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচিত হয়েছে। সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ডিএমডি মো. আবদুর রহিম। আর্থিক প্রতিষ্ঠান সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
সিটি ব্যাংক ও ঢাবি আইবিএর চুক্তি
সিটি ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং আইবিএর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ শাকিল হুদা। অনুষ্ঠানে ব্যাংকের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংকের সঙ্গে হোটেল সারিনার চুক্তি
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে চুক্তি করেছে হোটেল সারিনা। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত ও হোটেল সারিনার মহাব্যবস্থাপক চান্না একনায়েকে। চুক্তির ফলে কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা হোটেল সারিনায় সুযোগ-সুবিধা উপভোগ করবেন।
প্রাইম ব্যাংক-সূর্যমুখী লিমিটেডের চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি সই করেছে সূর্যমুখী লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী ও সূর্যমুখী লিমিটেডের এমডি, সিইও ফিদা হক। এ সময় প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; সূর্যমুখী লিমিটেডের ডেপুটি ম্যানেজার মো. শহিদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।