এনআরবি ব্যাংকের নতুন দুই পণ্য
‘এনআরবি প্রতিদিন’ এবং ‘অটো ফিক্সড লোন’ নামে দুটি উদ্ভাবনী পণ্য চালু করেছেএনআরবি ব্যাংক পিএলসি.। এনআরবি ব্যাংক পিএলসি. প্রথমই দৈনিক মুনাফাভিত্তিক এনআরবি প্রতিদিন শীর্ষক পণ্য চালু করেছে। এটি ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর জন্য একটি স্মার্ট ব্যাংকিং সমাধান, যা প্রতিদিনের মুনফা/ইন্টারেস্ট সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে। অটো ফিক্সড লোন হলো প্রি-রেজিস্টার্ড বা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ লোন সুবিধা। গ্রাহকরা এখন থেকে ব্যবহৃত গাড়ি ক্রয়ের ক্ষেত্রে সহজ শর্তে লোন সুবিধা উপভোগ করতে পারবেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, ডিএমডি মো. শাহীন হাওলাদার, মো. আলী আকবর ফরাজী, আনোয়ার উদ্দিন এবং এম. রাশিদুল হুদাকে নিয়ে প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পণ্য দুটি উদ্বোধন করেন।
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি
অর্থমন্ত্রণালয়ের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধায়নে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে এবি ব্যাংক পিএলসি। এডিবির অর্থায়নে এই কর্মসূচির আওতায় বরিশাল অঞ্চলের ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সার্টিফিকেট বিতরণ এবং তাদের মধ্য থেকে কয়েক জনকে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির আওতায় ঋণ দেওয়া হয়। -বিজ্ঞপ্তি
ইবনে সিনা ও আইসিবির মধ্যে করপোরেট চুক্তি
ইবনে সিনা ট্রাস্ট ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির মধ্যে চুক্তি সই হয়েছে। ফলে আইসিবির কর্মকর্তা, স্টাফ ও তাদের ডিপেনডেন্টরা ইবনে সিনার সব শাখা থেকে মেডিকেল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের উপস্থিতিতে চুক্তিতে সই করেন ট্রাস্টের এজিএম অ্যান্ড ডেপুটি হেড অব বিজনেস ডেভেলপমেন্ট গাজী মো. তরিকুল ইসলাম এবং আইসিবিএএমপিএলসির অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ। এ সময় আইসিবির এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ, ডিএমডি মো. নুরুল হুদা, আইসিবিএএমপিএলসিরর প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।
এআইবিএলের তিন দশক পূর্তি উদ্যাপন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার তিন দশক পূর্তি উদ্যাপন করছে। গৌরবময় মাইলফলক অতিক্রম উপলক্ষে রবিবার ব্যাংকের প্রধান কার্যালয় এবং দেশব্যাপী ২২৬টি শাখা, ৮৮টি উপশাখায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল ওয়াদুদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. শাহীন উল ইসলাম, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাছান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রমুখ। -বিজ্ঞপ্তি
চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাল মিডল্যান্ড ব্যাংক
মিডল্যান্ড ব্যাংক পিএলসির চেয়ারম্যান আহসান খান চৌধুরীকে ‘২৩তম ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস’-এ ‘বর্ষসেরা ব্যবসায়িক ব্যক্তিত্ব’ পুরস্কারে ভূষিত করায় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার পক্ষ থেকে নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অন্য পরিচালকরা এবং এমডি ও সিইও মো. আহসান-উজ জামান ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।-বিজ্ঞপ্তি
আরও সাশ্রয়ী দামে গুরু কার্বোনেটেড বেভারেজ
দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এনার্জি ড্রিংক গুরু কার্বোনেটেড বেভারেজ এখন পাওয়া যাবে মাত্র ২০ টাকায়, যা আগে ছিল ২৫ টাকা। ভোক্তাদের চাহিদা ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ। সতেজতা ও বাড়তি শক্তির প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসা গুরু কার্বোনেটেড বেভারেজ অল্প সময়েই তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন এই মূল্য নির্ধারণের মাধ্যমে আরও বেশি গ্রাহক সহজেই উপভোগ করতে পারবেন মানসম্মত এনার্জি ড্রিংক। সম্প্রতি রাজধানীর বনানীতে দেশবন্ধু গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান। এ ছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন, অ্যাডমিন, এইচআর ও কমপ্লায়েন্স) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন, উপদেষ্টা কাজী হাসান আহমেদ, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিও মো. ইদ্রিসুর রহমান।