জাতীয় স্টেডিয়ামে লেখা হতে পারত হামজা-শমিত-মোরসালিনদের ডানায় চড়ে অসামান্য এক প্রত্যাবর্তনের গল্প, কিন্তু সেখানে ৪-৩ গোলে হেরে বাংলাদেশের এশিয়ান কাপ স্বপ্নের কবর রচনা হয়ে গেল রীতিমতো।
প্রতিপক্ষ শক্তিসামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে হারিয়ে দিয়ে গেলে না হয় কিছুটা হলেও মনকে সান্ত্বনা দেওয়া যেত। কিন্তু বাংলাদেশ যে হেরে বসেছে নিজেদের ভুলেই। তাও একটা নয়, তিন তিনটে ভুলে, যার শেষটা এসেছে একেবারে শেষ মুহূর্তে। তখন শূন্য দৃষ্টি নিয়ে হামজা চৌধুরীর অভিব্যক্তিটাই বলে দিচ্ছিল সব। এমন এক ম্যাচে হারের পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে থাকা ছাড়া আর কীইবা করার থাকে কারো?
এমন হার বাংলাদেশের ফুটবল সমর্থকদের হৃদয়ে ভালোভাবেই দাগ কেটে রাখল। প্রথমে জয়ের স্বপ্ন দেখা লাল-সবুজের প্রতিনিধিরা শেষ দিকে অন্তত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হাসি হাসে অতিথি দলই। আর একেবারে অন্তিম মুহূর্তে গোল হজমের তীব্র হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
জাতীয় স্টেডিয়ামে হংকং, চায়নার বিপক্ষে এএফসি এশিয়া কাপ বাছাইয়ের উত্থান-পতনের ম্যাচে শুরুতে এগিয়ে যাওয়ার পর আবার পিছিয়ে পড়ে শেষ দিকে আবার সমতায় ফেরে জামাল ভূঁইয়া-হামজা চৌধুররীরা। নাটকীয়তার ষোলোকলা পূর্ণ করে নির্ধারিত সময়ের একেবারে শেষ সেকেন্ডে স্বাগতিকদের হতাশার সমুদ্রে ভাসিয়ে জয়ের উল্লাসে মাতে সফরকারীরা।
এমন হারের পর মাঠে বাংলাদেশের ফুটবলারদের চেহারের দিকে তাকানো যাচ্ছিল না। হামজারা যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের সব সমর্থকদের মতো হামজাও বললেন, হংকং, চায়নার বিপক্ষে অন্তত এক পয়েন্ট পাওয়া উচিত ছিল বাংলাদেশের।
লেস্টার সিটির মিডফিল্ডার বলেন, ‘এটা এমন একটা ম্যাচ ছিল, আসলে বুঝতে পারছি না অন্তত এক পয়েন্টও কিভাবে পেলাম না।’
অবশ্য হারলেও দলের উন্নতি হচ্ছে বলে মনে করেন হামজা, ‘ভাঙা রেকর্ডার মনে হলেও আমরা কিন্তু ভালোই উন্নতি করছি, আমি মনে করি আমরা অনেক ভালোই খেলেছি।’
এই হারে এফএফসি এশিয়ন কাপ খেলার স্বপ্ন কার্যত শেষ বাংলাদেশের। মাত্র এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে কাবরেরার দল। আর তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে হংকং, চায়না। অবশ্য হতাশাজনক এই হার ভুলে দ্রুতই বাংলাদেশকে আবার মাঠে নামতে হবে। টিমটিম হয়ে জ্বলতে থাকা এশিয়া কাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে বাছাইপর্বের বাকি সব ম্যাচে জয়ের সঙ্গে গ্রুপে অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হতে পারে লাল-সবুজের বাহিনীদের।
আগামী মঙ্গলবার হংকং, চায়নার মাঠে এএফসি এশিয়া কাপ বাছাইয়ের চতুর্থ ম্যাচটি খেলবে বাংলাদেশ। হারের যন্ত্রণা একপাশে রেখে সেই ম্যাচ সহ বাকি ম্যাচগুলোতে জয়ে চোখ রাখছেন হামজা, ‘ পাঁচদিন (চারদিন) পরই আমাদের আরেকটি ম্যাচ খেলতে হবে। আমাদের এখন পরের তিনটা ম্যাচ জিততে হবে। এটা (হার) আসলে ফুটবলেরই অংশ।’
সমর্থকদের উদ্দেশ্যে হামজা বলেন, ‘সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আর আমাদের উপর আস্থা রাখুন। আমাদের কঠোর পরিশ্রম তো দেখছেন। কোচ-ফুটবলারদের চেষ্টার কমতি ছিল না। কখনো কখনো ভাগ্যেরও প্রয়োজন হয়।’
বিডি প্রতিদিন/নাজিম