বার্জার পেইন্টস-ইস্টার্ন ব্যাংকের চুক্তি
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। রাজধানীর গুলশানে ইবিএল অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ইবিএলের ডিএমডি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খুরশেদ আনোয়ার এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবুল কাসেম মোহাম্মদ সাদেক নওয়াজ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক্সিম ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত
এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের ২২০তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পর্ষদ সদস্য মো. নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, স্বতন্ত্র পরিচালক এস এম রেজাউল করিম এবং খন্দকার মামুন এফসিএ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ (জুম্মা), উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম এবং কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল ইসলাম। -বিজ্ঞপ্তি
বায়ুদূষণ রোধে দুরন্ত বাইসাইকেলের ক্যাম্পেইন
দূষণমুক্ত পরিবেশ গঠনের লক্ষ্যে পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারের ওপর জোর দিতে আরএফএল গ্রুপের বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত চালু করল মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন ‘বিষবায়ু’। রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এ সময় গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, দুরন্ত বাইসাইকেলের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন-ভলিউমজিরো লিমিটেডের চুক্তি সই
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ভলিউমজিরো লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে। রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী, আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির চেয়ারম্যান তানজিল চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ ও ব্যাংকের পরিচালকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল ড. মো. নাঈম আশফাক চৌধুরী (অব.) এবং ভলিউমজিরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ। আজম জে চৌধুরী বলেন, ‘এ স্কুলটি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে অন্যদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।’ এ দূরদর্শী উদ্যোগটি বাংলাদেশের শিক্ষা অবকাঠামোর মানোন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের টেকসই কমিউনিটি উন্নয়নের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে।
এসিআই পাম্পের রেকর্ড সেলস উদ্যাপন
এসিআই ওয়াটার পাম্প ২০১১ সাল থেকে দেশব্যাপী ডিলারশিপ ব্যবসা পরিচালনা করে আসছে এবং মানুষের পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিল মাসে এসিআই ওয়াটার পাম্প সর্বাধিক সেলস অর্জন করে এবং এসিআই সেন্টারে রেকর্ড সেলস উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার আসিফ উদ্দিন, বিজনেস ম্যানেজার, জেনারেল ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।-বিজ্ঞপ্তি
এএইউবির ইউএভি টিমকে সংবর্ধনা
আন্তর্জাতিক ডিজাইন/বিল্ড/ফ্লাই ২০২৫ প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জনে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএইউবি) ইউএভি টিমকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল একেএম মনিরুল বাহার। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বল্প সময়ের পথচলায় শিক্ষার্থীরা বিস্ময়কর সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রেখেছে। ডিবিএফ প্রতিযোগিতায় তাদের অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে প্রমাণ করেছে তারা শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন বাস্তবায়নও করতে পারে। টিমের দলনেতা গ্রুপ ক্যাপ্টেন ড. সাইফুর রহমান বকাউল বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও সুযোগ-সুবিধা প্রদান করা হলে এ ধরনের প্রতিযোগিতায় তারা বিশ্বের প্রথম সারিতে জায়গা করে নিতে পারবে। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি