এ দেশের মডেলিংয়ের কিংবদন্তি নোবেল। তার হাইস্কুল জীবনের এক মজার স্মৃতি রোমন্থন করেন। তিনি মজা করে বলেন, ‘আমি তখন নবম শ্রেণিতে চট্টগ্রাম গভর্নমেন্ট হাইস্কুলে পড়ি। এটি ছেলেদের স্কুল ছিল। ভট্টাচার্য নামে আমাদের একজন স্যার ছিলেন। তার কাছে আমরা বিজ্ঞান বিভাগের সব বিষয় বাসায় গিয়ে পড়তাম। স্যারের কাছে আমরা ছাড়া আরও কয়েকজন মেয়ে পড়ত। তাদের মধ্যে একজনের নাম ছিল শিল্পী। খুব সহজে মেয়েদের সঙ্গে মিশতাম না। আমার পরিবার বাসায় মেয়েদের যাওয়ার ব্যাপার নিয়ে রক্ষণশীল ছিল, এর মধ্যে এক দিন শিল্পী জানাল সে আমার বাসায় আসছে। বাসার কাউকে না বলে, আমি বাসা থেকে উধাও হয়ে যাই। বন্ধুদের মধ্যে সবাই পরে বিষয়টি জানতে পারলেও শিল্পী এ ব্যাপারটি জানত না। শিল্পী এখন যুক্তরাষ্ট্রে থাকে।’