আন্তর্জাতিক পুরস্কার পেল ব্যাংক এশিয়া
জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা শীর্ষক জরিপ ও প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্যাংক এশিয়া ডব্লিউএসবিআই এসডিজি অ্যাওয়ার্ড-২০২৫ পুরস্কার লাভ করেছে। ওয়ার্ল্ড সেভিংস অ্যান্ড রিটেইল ব্যাংকিং ইনস্টিটিউট (ডব্লিউএসবিআই) পরিচালিত প্রতিযোগিতায় অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও সামাজিক প্রভাব, অর্থনৈতিক সমৃদ্ধি ও ক্ষমতায়ন, ডিজিটাল পরিবর্তন ও প্রযুক্তিগত উদ্ভাবন, জলবায়ু অর্থায়ন এবং গ্রাহক শিক্ষা ক্যাটাগরিতে অংশ নিয়ে সবকটিতে ব্যাংক এশিয়া এ পুরস্কার জিতে নেয়। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক সভায় ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী ডব্লিউএসবিআইর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার সিমনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। -বিজ্ঞপ্তি
ইসোয়াতিনির অনারারি কনসাল মোরশেদুল আলম
বাংলাদেশে ইসোয়াতিনি রাজ্যের অনারারি কনসাল হিসেবে নিযুক্ত হয়েছেন টোটাল এয়ার সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক এবং ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম চাকলাদার। মহামান্য রাজা তৃতীয় মসোয়াতির করুণাময় কর্তৃত্বের মাধ্যমে ১৯ অক্টোবর নিয়োগের আনুষ্ঠানিক দলিল প্রদান করা হয়েছে। এই কূটনৈতিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার অত্যন্ত সৌজন্যের সঙ্গে অফিশিয়াল এক্সিকিউটর প্রদান করেছে।
ব্র্যাক ব্যাংকের আমানত প্রবৃদ্ধির রেকর্ড
২০২৫ সালের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ১৩ হাজার ৫০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে। এই সময়ে ডিপোজিট প্রবৃদ্ধি আমানত সংগ্রহে ব্যাংকটির টেকসইতার প্রতিফলন। এ উপলক্ষে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্রাঞ্চ নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগ দেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক। এ সময় ব্র্যাংকটির ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড প্রমুখ উপস্থিত ছিলেন।
আকিজবশির গ্লাসের টপ ডিলার্স মিট
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষ ডিলারদের নিয়ে কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘টপ ডিলার্স মিট ২০২৫’, যার মূল চেতনা ছিল- “Power of Partnership : Promise of Progress” এই আয়োজনের মাধ্যমে ‘আকিজবশির গ্লাস’- গ্লাস শিল্পে তাদের অংশীদারদের অবদান, আস্থা ও একসঙ্গে এগিয়ে চলার শক্তিকে সম্মান জানিয়ে শীর্ষ ডিলারদের অসাধারণ অর্জনের জন্য পুরস্কার প্রদান করেছে। সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে সাফল্যের শিখরে পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে চলাই ছিল এ অনুষ্ঠানের মূল বিষয়বস্তু। এ আয়োজনে উপস্থিত ছিলেন আকিজবশির গ্রুপের সিওও মোহাম্মাদ খোরশেদ আলম; আকিজবশির গ্লাসের সিনিয়র জেনারেল ম্যানেজার, আবদুহু সুফি ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষ ডিলাররা। -বিজ্ঞপ্তি
রুবেল আজিজ সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান
সিটি ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান হয়েছেন রুবেল আজিজ। সম্প্রতি পরিচালনা পর্ষদের সভায় তাকে নির্বাচন করা হয়। সিটি ব্যাংক জানিয়েছে, শিল্পপতি ও উদ্যোক্তা রুবেল আজিজ দীর্ঘদিন ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত থেকে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজ ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত সিটি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করেছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ একই নেতৃত্বে। যা কর্মীদের মানসিক স্বাস্থ্যকে প্রাতিষ্ঠানিক অগ্রাধিকার হিসেবে নিরূপণ করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। এবারের প্রতিপাদ্য ছিল ‘কর্মক্ষেত্রে মানসিক সুস্থতা : সমৃদ্ধ আগামীর ভিত্তি’। এই উদ্যোগের রূপকার আশিক চৌধুরী বলেন, একটি প্রতিষ্ঠানের কার্যকর ও টেকসই সাফল্য নিশ্চিত করতে হলে কর্মীদের মানসিক সুস্থতা, প্রেরণা এবং ইতিবাচক কর্মপরিবেশ অপরিহার্য।