১ মার্চ, ২০২১ ১১:২৪

নিহত স্বামীর ওয়ার্ডে স্ত্রীর নিরঙ্কুশ জয়, আসামি পেলেন মাত্র ১৪ ভোট!

অনলাইন ডেস্ক

নিহত স্বামীর ওয়ার্ডে স্ত্রীর নিরঙ্কুশ জয়, আসামি পেলেন মাত্র ১৪ ভোট!

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন নিহত তারিকুল ইসলাম খানের স্ত্রী হাছিনা খাতুন হাসি। রবিবার এই ওয়ার্ডের উপ-নির্বাচন শেষে সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আজিজার রহমান বেসরকারিভাবে তাঁকে জয়ী ঘোষণা করেন।

উপ-নির্বাচনে স্বামীর প্রতীক ডালিম মার্কা বেছে নেন হাছিনা খাতুন। তিনি ভোট পেয়েছেন ৫ হাজার ৫০৪টি। তার নিকটতম ছিলেন প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর তারিকুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামি শাহাদত হোসেন বুদ্দিন। উটপাখি প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ১৪ ভোট।

গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে শাহাদত হোসেন বুদ্দিনের লোকজনের হাতে খুন হন বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম। তারিকুল খুনের পর তার পদটি শূন্য হলে উপ-নির্বাচনে তাঁর স্ত্রী হাসিনা খাতুন হাসি পলাতক শাহাদত হোসেন বুদ্দিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর