জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি কর্তৃক দেশের প্রথম নারী উপাচার্য হিসাবে নিয়োগ পেলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা ইসলাম। একই সঙ্গে অধ্যাপক আবুল হোসেনকে উপ-উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রবিবার বিশ্ববিদ্যালয় কাউন্সিল কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিদায়ী ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিন-এর কাছ থেকে অধ্যাপক ড. ফারজানা ইসলাম উপাচার্যের দায়িত্বগ্রহণ করেন।
বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এরই মাধ্যেমে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে উপাচার্য হিসাবে প্রথম নারী নেতৃত্বের সুচনা ঘটল।
জানা যায়, বিগত এক বছরে শিক্ষকদের উপাচার্য বিরোধী টানা আন্দোলন কর্মসূচির উদ্দেশ্যই ছিল সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে বিতাড়ন করে প্যানেল নির্বাচনের মাধ্যেমে নতুন উপাচর্যকে পাওয়া।
এরই ধারাবাহিকতায় গত ২০ ফেব্রুয়ারি উপাচার্য প্যানেল নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা ইসলাম, দ্বিতীয় হন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল হোসেন এবং তৃতীয় হন অর্থনীতি বিভাগের অধ্যাপক আমীর হোসেন।
বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) ধারা অনুযায়ী এ তিন জনের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফারাজান ইসলামকে ৪ বছরের নিয়োগ নিয়োগ দিয়েছেন।
পাশাপাশি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আবুল হোসেনকে চার বছরের জন্য উপ-উপাচার্য হিসাবে দেওয়া হয়েছে। একই আদেশে মহামান্য আচার্য উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এ মতিন ও অধ্যাপক ড. আফসার আহমদকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।
প্রথম নারী উপাচার্য হয়ে সংশিলষ্টি সকলের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করে অ্যধাপক ড. ফারজানা ইসলাম বলেন, আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সাথে নিয়ে একযোগে কাজ করবো। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।