রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ৮৭০ পিচ ইয়াবাসহ শাহিদা (২৭) নামে এক নারীকে আটক করেছে জিআরপি থানা পুলিশ। আজ সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকাল ৯টার দিকে তুর্ণানিশিথা এক্সপ্রেস ট্রেনে থেকে নামলে ওই নারীর ওপর সন্দেহ পুলিশের। পরে তল্লাশি করে ওই স্পর্শকাতর স্থান থেকে ৮৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে জিআরপি থানা পুলিশ। আটক শাহিদাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।