ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রসেনার ডাকা অর্ধদিবস হরতাল চলছে।
আজ ভোর ৬টা থেকেই হরতালের সমর্থনে সংগঠনের নেতাকর্মীরা শহরের আটটি পয়েন্টে অবস্থান নেন। এছাড়া হরতালের কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শহর থেকে দূরপাল্লার কোনো যানও ছেড়ে যায়নি।
কুমিল্লাা-সিলেট মহাসড়কের কাউতলি সেতুর কাছে রপ্তানিমুখী কয়েকটি ট্রাক আটকা পড়েছে। তবে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উদ্ভূত পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।