মওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী ছাত্রসেনার ডাকা অর্ধদিবস হরতালের কোনো প্রভাব নেই খুলনায়।
আজ হরতাল শুরু হওয়ার পর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মহানগরী ও জেলার ৯ উপজেলার কোথাও কোনো মিছিল, মিটিং কিংবা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে হরতালের প্রভাব না থাকলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে দেখা যাচ্ছে।
স্বাভাবিক দিনের মতোই চলছে যানবাহন। দোকান পাটও খোলা আছে অন্যদিনের মতো। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম।