ডুবে যাওয়ার পাঁচদিন পর চাঁদপুরের মেঘনায় ডুবে যাওয়া মালবাহী কার্গো এমভি চিতলমারীর সন্ধান পাওয়া গেছে। আজ রবিবার সকাল ১০টার দিকে কার্গোটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয় বলে জানা গেছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, কার্গোটির অবস্থান শনাক্ত করা সম্ভব হলেও তা উদ্ধার করা সম্ভব নয়। কারণ এটি প্রায় ৮০ ফুট গভীরে রয়েছে। তবে পানির ওপরে লাল নিশানের চিহ্ন দেওয়া হয়েছে।
গত ২৬ আগস্ট চাঁদপুরের মেঘনা নদীর পুরানবাজার এলাকায় এমভি চিতলমারী নামে একটি মালবাহী কার্গো ডুবে যায়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এমভি চিতলমারী কর্গোটিকে এমভি হেকমত নামে অপর একটি কার্গো ধাক্কা দিলে চিতলমারী কার্গোটির তলা ফেলে মেঘনা নদীতে ডুবে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কার্গোতে ১৩শ' টন সিমেন্ট তৈরির কাঁচামাল কিলিংকার ছিল।