সাতক্ষীরার বৈকারি সীমান্তে বিএসএফ-এর নির্যাতনে বাংলাদেশি গরু রাখাল আহাদ আলি নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে ভারতীয় গরু কিনে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ-এর কৈজুরি ক্যাম্প সদস্যরা তাকে ধরে নৃশংসভাবে মারধর করেন। পরে তার সঙ্গীরা তাকে বাংলাদেশে নিয়ে আসে। বাড়িতে আনার কিছুক্ষণ পরই আহাদ মারা যান।
নিহত আহাদ আলি (৫০) সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের উজির আলির ছেলে। বিজিবি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ঝাউডাঙ্গা ইউপি সদস্য ছয়ঘরিয়া গ্রামের ফজলুর রহমান জানান, আহাদ আলি প্রতিদিনের মতো শনিবারও ভারতে গরু কিনতে যান। ফিরে আসার সময় বৈকারির বিপরীতে কৈজুরি বিএসএফ-এর সদস্যরা তাকে ধরে নির্মমভাবে মারপিট করে। বাড়িতে আনার পরই মারা যান তিনি।