আগামী সোমবার থেকে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোটার তালিকা হালনগাদ কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশনে নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে এ তথ্য সংগ্রহ করবেন। তারপর শুরু হবে ছবি তোলার কাজ।
আজ রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ এ কথা জানান।