পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তবে কবে নাগাদ তিনি হজের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন তা এখনও নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সেক্সেটারি এহসানুল করিম।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাষ্ট্রপতির হজে যাওয়ার বিষয়টি চূড়ান্ত। তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি। বিষয়টি দেখভাল করছে পররাষ্ট্র মন্ত্রনালয়। তারাই রাষ্ট্রপতির হজে যাওয়ার দিনক্ষণ ঠিক করবে বলে জানান তিনি।