প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র সম্পদের অপার সম্ভাবনাকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়নকে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে 'ইন্টারন্যানাশলাল ওয়ার্কশপ: ব্লু-ইকোনমি' শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সম্পূর্ণ একক প্রচেষ্টায় দুই দিনব্যাপী এ কর্মশালাটি আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, এই কর্মশালায় বাংলাদেশসহ ২০টি দেশ অংশ নিচ্ছে।