ফের হবিগঞ্জ জেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। ২৯ আগস্ট থেকে এ উদ্ধার অভিযান চলছে।
মঙ্গলবার অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডিং অফিসার মোসাব্বের রহমান।
এর আগেও এই এলাকা থেকে রকেট লাঞ্চারসহ বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র্যাব।
এবারের অভিযানে এলএমজি, এসএমজিসহ বিপুল সংখ্যক গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক রুম্মান মাহমুদ।
তিনি জানান, এখনো পর্যন্ত প্রায় ২০ হাজারের মতো গোলাবারুদের সন্ধান পাওয়া গেছে। তবে কত সংখ্যক অস্ত্র পাওয়া গেছে তার গণনা চলছে। বাকি অস্ত্রগুলোর নাম, কারা, কোন কাজে এগুলো ব্যবহার করতো তা নিয়ে যাচাই বাছাই চলছে।
অভিযান শেষে দুপুর নাগাদ র্যাব-৯ মৌলভীবাজার শ্রীমঙ্গল ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।