বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ১২ অক্টোবর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালতে অভিযোগ গঠন করা হয়। এ সময় আদালতে মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪১ জন আসামিই উপস্থিত ছিলেন। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান।
রাজধানীর পল্টন থানায় দ্রুত বিচার আইনে করা মামলায় ৪১ নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়। এর মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হলো।