গাজীপুর শহরের তিনটি স্থানে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলন হকের বাড়ির সামনে দুটি বিস্ফোরণ হয়। গতকাল মঙ্গলবার রাত ১০টার পর ওই ককটেলগুলোর বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ওই বিস্ফোরণগুলো হয়। প্রথমে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের মাঝামঝি স্থানে রাজবাড়ি রোডে একই সঙ্গে দুটি ককটেলের বিস্ফোরণ হয়। কয়েক সেকেন্ডের মাথায় রানী বিলাসমনি স্কুল মোড়ে আরো ১টি বিস্ফোরণ হয়। কিছুক্ষণ পরেই জোড়পুকুর পাড় এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলন হকের বাসার কয়েক গজ দূরে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। হঠাৎ করে পর পর ককটেলের বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দেয়। সাধারণ পথচারীরা দ্রুত যার যার বাসায় চলে যায়। শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, শহরে ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।