বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১০ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করেছেন আদালত। শুনানি শেষে আদালত থেকে ফিরছেন খালেদা।
এর আগে বুধবার দুপুর ১টা ১০ মিনিটে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাশে নিজের আসন গ্রহণ করেন খালেদা জিয়া।
এরও আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসা এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
জানা যায়, খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা এলাকায় জড়ো হতে শুরু করে।