হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। আজ সকালে ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। জানা যায়, বিজি কুয়ালালামপুর ফ্লাইটে আজ সকাল সাড়ে ৭টার দিকে মালয়েশিয়া থেকে আসা যাত্রী শাহ আলম (৩০)'র লাগেজ তল্লাশি করে ৯টি স্বর্ণের টুকরা পায় কাস্টমস কর্তৃপক্ষ। পরে স্বর্ণসহ তাকে আটক করা হয়।
কাস্টমসের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিক জানান, শাহ আলম মালয়েশিয়া থেকে আসার সময় লাগেজের ভেতরে স্বর্ণের ছোট ছোট ৯টি টুকরা লুকিয়ে রেখেছিলেন। সকালে বিমানবন্দরে পৌঁছানোর পর গ্রিন চ্যানেল পার হওয়ার আগে তাকে সন্দেহ হয়। এ সময় তার লাগেজ তল্লাশি করে ৯টি স্বর্ণের টুকরা পাওয়া যায়। যার ওজন ৭২৪ গ্রাম। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।