শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 'দেশিয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে প্রত্যেকটি জেলায় আলাদা শিল্পপার্ক স্থাপন করা হবে। এছাড়া আগ্রহী উদ্যোক্তাদের প্লট দেয়া হবে।'
আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব কন্ট্রাক্টিং সংযোগ ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ সেমিনারের আয়োজন করে।
শিল্পমন্ত্রী বলেন, 'দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা চলমান রাখতে শিল্পায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে শিল্পোন্নত দেশগুলোর অভিজ্ঞতার আলোকে সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমদানি হ্রাসের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে দেশে উৎপাদিত পণ্য কেনার বিষয়টি নিশ্চিত করা হবে।'
আমির হোসেন আমু বলেন, 'রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে শুধু গাড়ি সংযোজন নয়, উৎপাদনেরও উদ্যোগ নেয়া হচ্ছে। এটি চালু হলে, দেশিয় ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত যন্ত্রাংশের বিপণন সহজ হবে।'