হবিগঞ্জ সদর উপজেলার আমতলী এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ১০ যাত্রী। নিহত সবাই ম্যাক্সির যাত্রী ছিলেন।
শনিবার সকাল সাড়ে ৬টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪ জন পুরুষ এবং একজন নারী। নিহত পুরুষ যাত্রীদের বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। নারী যাত্রীর বয়স ২০। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়- সকালে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে বিরতিহীন পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিলেটের উদ্দেশে রওনা হয়। বাসটি আমতলী এলাকায় পৌঁছালে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী ম্যাক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ম্যাক্সিটি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ম্যাক্সির ২ পুরুষ ও এক নারী যাত্রী নিহত এবং ১২ যাত্রী আহত হন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা ও হবিগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আরও ২ যাত্রীকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।