জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
প্রেস সচিব জানান, খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ এবং দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত থাকবেন।
আজ শনিবার দুপুরে জাপানের প্রধানমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায় আসছেন। রবিবার তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।