জিহাদী গোষ্ঠী ইসলামিক স্টেট অব সিরিয়া এবং ইরাক (আইএসআইএস)-এ চার হায়দরাবাদী প্রকৌশল কলেজের ছাত্রের যোগ দেওয়ার পরিকল্পনা ভেস্তে দিল ভারতের পুলিশ। হায়দরাবাদের একটি বেসরকারি প্রকৌশল কলেজের ওই চার শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর আইএসআইএস-এ যোগ দেওয়ার পরিকল্পনা করে। এ উদ্দেশ্যে তারা কলকাতা থেকে বাংলাদেশ হয়ে সূদুর ইরাকে গিয়ে জিহাদী গোষ্ঠীর সঙ্গে যোগ দিতে যাওয়ার পথে গত রবিবার পুলিশের হাতে আটক হয়।
পুলিশ সূত্রে খবর, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরেই বেঙ্গালুরুতে চাকরির খোঁজে যাচ্ছিল বলে ওই চার যুবক তাদের পরিবারকে জানায়। কিন্তু পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে ওই যুবকদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাদের পরিবার পুলিশকে জানায়। পুলিশ ওই যুবকদের ফোন কলে ট্র্যাপ করে। অবশেষে পশ্চিমবঙ্গের মালদা জেলায় তাদের খোঁজ পাওয়া যায়। এরপরই পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় চার যুবককেই আটক করে হায়দরাবাদ পুলিশ।
এরপর কলকাতা থেকে হায়দরাবাদ নিয়ে যাওয়া হয় তাদের। আটক ওই চার হায়দরাবাদী ছাত্রকে জিজ্ঞাসাবাদ করার পর ইরাকে যাওয়ার পরিকল্পনা জানতে পারে পুলিশ। কলকাতা থেকে তারা প্রথমে বাংলাদেশ এবং পরে সেখান থেকে ইরাকের উদ্দেশ্যে পাড়ি দিতে চেয়েছিল বলে জানা গেছে। জিহাদী গোষ্ঠীর ডাকে সাড়া দিয়েই ওই চার যুবক ইরাকে যাওয়ার পরিকল্পনা করেছিল বলেও তারা পুলিশকে জানায়।
হায়দরাবাদ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা ইতোমধ্যেই দুই যুবকের বাবা-মাকে তাদের ছেলেদের গতিবিধির ওপর নজর রাখার পরামর্শ দিয়েছে। আটক চার যুবকের বয়স ২৩ থেকে ২৫ বছর। সেখানে ওই চার ছাত্রকে বিভিন্ন বিষয়ে বোঝানো হচ্ছে বলেও জানা গেছে। পরীক্ষা করে দেখা হচ্ছে তাদের ইমেল আইডি। হায়দরাবাদ পুলিশের যুগ্ম কমিশনার বিএম রেড্ডি জানান ভারতের মাটিতে কোন নাশকতা সংগঠিত না করার কারণে ওই চার যুবককে গ্রেফতারের প্রয়োজন মনে করেনি পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় কোন মামলাও রুজু করা হয়নি। ইরাকে যাওয়ার পিছনে তারা নিজেরাই পরিকল্পনা করেছিল না কি এর পিছনে কারও মদদ আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।