জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আজ শনিবার দুপুরে ঢাকা এসে পৌঁছেছেন।
আজ শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে একটি বিশেষ বিমান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দুদিনের (৬-৭ সেপ্টেম্বর) সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে এসেছেন তার স্ত্রী আকি আবে। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরে ঢাকায় দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে মোবাইল ও অটোমোবাইল সংযোজন খাতে জাপানি বিনিয়োগ আহ্বান করবে বাংলাদেশ। পাশাপাশি অবকাঠামো খাতের বৃহৎ প্রকল্প, বেসরকারি খাতের বিনিয়োগ রফতানি বৃদ্ধি, প্রাথমিক জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ উত্পাদন বাড়াতে জাপানি সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।