আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনীতে শিক্ষাবিদ বা বিশিষ্টজনের কোনো মতামত নেওয়া হবে না।'
আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘আইনগত সহায়তার ক্ষেত্রে সরকারি ও এনজিও উদ্যোগের অংশীদারিত্বের মাধ্যমে ন্যায়বিচার লাভ’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সংবিধান সংশোধনের ক্ষেত্রে এ পর্যায়ে এসে মতামত গ্রহণ করার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, ‘রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আইনগত সহায়তা পাওয়া দরিদ্র্র মানুষের অধিকার। অসচ্ছল জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদান সরকারের দান বা বদান্যতা নয়, এটি নাগরিকদের প্রতি রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব।’
মানসম্মত আইনি সেবা নিশ্চিত করাকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইতোমধ্যে প্রশিক্ষণমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সেবার মান বৃদ্ধির জন্য আইনজীবীদের উৎসাহিত করতে প্যানেল আইনজীবীদের ফি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন জেলায় সেরা প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান করা হচ্ছে।’
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ডি এফ আই ডি-বাংলাদেশের সিনিয়ির গভর্নেন্স অ্যাডভাইজার রিচার্ড বাটারওয়ার্থ, কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের টিম লিডার হেক্টর ডিয়াজ সলিমান, আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব এ এস এস এম জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন।