বাঘ রক্ষায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার দ্বিতীয় বিশ্ব বাঘ স্টকটেকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শেখ হাসিনা বলেন, জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিতভাবে শিল্প-কারখানা তৈরি, বনভূমি ধ্বংস এবং সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নের চাপে বাঘের প্রাকৃতিক আবাসস্থল দিন দিন কমে আসছে।
তিনি বলেন, বিলুপ্তপ্রায় এই প্রাণীর বৃদ্ধি, সংরক্ষণ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে এবারের সম্মেলন তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আশা করি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশসহ বাঘ-অধ্যুষিত সব দেশে বাঘ সংরক্ষণে সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় সবাইকে বাঘ ও প্রকৃতিকে রক্ষার আহ্বান জানান তিনি।
গ্লোবাল টাইগার রিকভারি প্রোগ্রাম বাস্তবায়নের জন্য বাঘ-অধ্যুষিত দেশসমূহের প্রতিনিধি এবং গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভ-এর সদস্যরা এ সম্মেলনে অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী এ সম্মেলনে ১৩টি বাঘ অধ্যুষিত দেশের প্রতিনিধিসহ ২০টি দেশের ১৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
এর আগে ২০০০ সালে গ্লোবাল টাইগার ফোরামের প্রথম সাধারণ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।