মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়ে যেন অভিযোগের শেষ নেই। মুক্তিযোদ্ধাদের হালনাগাদ তথ্য প্রকাশ হয়েছে এমন সংবাদে সম্প্রতি ওয়েব সাইটে তথ্য খুঁজতে গিয়ে চোখ কপালে ওঠে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের। ওয়েব সাইটে 'মুক্তিযোদ্ধা অনুসন্ধান' লেখা বাটনে ক্লিক করলে চলে আসে 'দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে'র ওয়েব পেজটি।
এ ঘটনায় সোমবার সকালেই বেশ কয়েকজন বাংলাদেশ প্রতিদিনে ফোন করে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়। এরইমধ্যে ইন্টারনেট ব্যবহারকারী একজন পুরো বিষয়টি ভিডিও করে ইউটিউবে আপলোড করেছেন বলে জানান।
ভিডিওটি দেখতে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=eiGgF-EJ4dI&feature=youtu.be
গত কয়েক মাস ধরেই মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়ে নানা অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদনও ছাপা হয়। কয়েক মাস আগে ইন্টারনেটের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের তথ্য হালনাগাদ করার জন্য ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেয় মন্ত্রনালয়। তখন অনেকেই তথ্য হালনাগাদ করতে গিয়ে বিপাকে পড়েন। একটা তথ্য পূরণ করে হালনাগাদ করলেই তার জন্য পরবর্তীতে এ সুযোগ বন্ধ হয়ে যায়। এতে অধিকাংশই আংশিক তথ্য হালনাগাদ করতে পারেন। এ ব্যাপারে মন্ত্রনালয় থেকে তখন জানানো হয়, একমাস পরে আবার সুযোগ দেওয়া হবে। তবে সে সুযোগ আর দেওয়া হয়নি বলে জানান অনেক মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব দেশের বাইরে থাকায় এ ব্যাপারে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ মারুফ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'মুক্তিযোদ্ধা অনুসন্ধান'- এ ক্লিক করলে শিক্ষা বোর্ডের ওয়েব পেজ আসার কথা না। সাইটটি হ্যাক হয়েছে কিনা জানি না। আমি এখনি বিষয়টি দেখছি।