আগামী ২০২১ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রবিবার দুপুরে বিদ্যুৎ ভবনে টেকসই ও নবায়ণযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সঙ্গে গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লিন কুকস্টোভসের (জিএসিসি) সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
নসরুল হামিদ বলেছেন, ‘২০২১ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছাবে। ২০৩০ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তখন আর লাকড়ির চুলার প্রয়োজন হবে না। এজন্য ওই সময়সীমা সামনে রেখে ৩০ মিলিয়ন উন্নত চুলা সরবরাহের লক্ষ্যে কাজ করছে সরকার।’
তবে যেসব দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে না, সেসব এলাকায় একটি গ্রামকে সৌর বিদ্যুৎ ও উন্নত চুলা ব্যবহারের আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা যায় কিনা তা সরকার ভেবে দখবে বলে মন্তব্য করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
স্রেডার চেয়ারম্যান অতিরিক্ত সচিব তাপস কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব আহমদ কায়কাউস, জিএসিসির আঞ্চলিক পরিচালক অরিজিত বসু প্রমুখ।
বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব