জনপ্রশাসনে অতিরিক্ত সচিব পদে রদবদল করা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকারকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন কুমার ঘোষকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
বিআরডিবির মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদকে করা হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলদার আহমেদকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অতিরিক্ত সচিব করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম নাসরিন আরা সুরত আমিনকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়জুল শাহান খানকে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ আহমেদকে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেশন প্রকল্পের পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মোহান্তকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এইচইকিউইপির প্রকল্প পরিচালক এবং বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক বেগম মহসিনা ইয়াসমিনকে বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস পদে নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে, আলাদা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা কালি রঞ্জন বর্মনকে বেসাময়িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সিরাজুল ইসলামকে স্থানীয় সরকার বিভোগের অতিরিক্ত সচিব করা হয়েছে।
পরিসংখ্যান ব্যুরো মহাপরিচালক অতিরিক্ত সচিব ড. মজিবুর রহমান হাওলাদারকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম শামীমা সুলতানাকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. অরুনা বিশ্বাসকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ওএসডি কর্মকর্তা নজরুল ইসলাম খানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক মেজবাহুল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম নাসরীন আক্তারকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামকে সেতু বিভাগের অতিরিক্ত সচিব এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন আহমেদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হককে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানকে সেতু বিভাগের অতিরিক্ত সচিব এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেনকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এফ এম পারভীন আক্তারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম জিকরুর রেজা খানমকে মৎস ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে ৪৫ জন যুগ্ম-সচিবের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৫ মে ২০১৫/শরীফ