ঢাকায় সফররত চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত চাই শি বলেছেন, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের এ উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন। এক্ষেত্রে অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে নিজেদেরই সেই সমস্যা সমাধান করতে হবে।
বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে চীনের এই বিশেষ দূত সাংবাদিকদের এ কথা জানান।
চাই শি বলেন, চীনের বিশেষ দূত বলেন, চীনের জন্য বাংলাদেশে একটি বিশেষ শিল্পাঞ্চল নির্মাণের বিষয়েও দুই দেশ ঐক্যমত্যে পৌঁছেছে। এটি বাস্তবায়ন হলে কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষই উপকৃত হবে। এছাড়া, বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর নির্মাণে সহায়তা দিতে চীনের আগ্রহের পুর্নব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের চাই শি বলেন, ঢাকাস্থ চীনা দূতাবাসে আমি বেশ কিছুদিন রাষ্ট্রদূত পর্যায়ে দায়িত্ব পালন করেছি। আগের থেকে এখনকার বাংলাদেশ বেশ এগিয়ে গেছে। তবে যানজট বেড়েছে।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৫/মাহবুব