ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় স্থল সীমান্ত চুক্তি পাস হওয়ায় দেশটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আজ বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থল সীমান্ত চুক্তি পাসের প্রতিক্রিয়ায় তিনি এ অভিনন্দন জানান।
প্রতিমন্ত্রী বলেন, 'সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রধান বাধা কেটে গেছে। আশা করছি বাকি প্রক্রিয়াগুলোও দ্রুত সম্পন্ন হবে। এর মাধ্যমে দু'দেশের ছিটমহলে যেসব নাগরিক আছেন, তারা তাদের নাগরিক অধিকার ফিরে পাবেন।'
আজ বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বহুল আলোচিত সীমান্ত চুক্তি বিলটি পার্লামেন্টে উত্থাপন করেন। পরে এর উপর সংসদ সদস্যদের আলোচনা শেষে বিকালে বিলটি পাস হয়।
এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে সীমান্ত বিলটি অপরিবর্তিতভাবে অনুমোদন দেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামীকাল বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বিলটি উত্থাপন করে তা পাস করানোর কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ৬ মে ২০১৫/শরীফ