'পদ্মা সেতুর কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি এখানে যখন খুশি তখনই ছুটে আসবো। পদ্মা সেতু বাস্তবায়ন আমার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সেতু চালু না হওয়া পর্যন্ত অন্য কোনো কিছু ভাবার সুযোগ নেই। এ ছাড়া এখানে মাইক্রো-রেল, ফোর লেন সড়ক, অ্যাপ্রোচ সড়ক, নদী শাসনের কাজ বাস্তবায়ন করাই আমার প্রধান কাজ হয়ে দাড়িয়েছে। পদ্মা সেতু কাজের অগ্রগতি স্বয়ং প্রধানমন্ত্রী সব সমায় তদারকি করছেন। চট্টগামের কর্ণফুলী টানেল, ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফোর লেন ও পদ্মা সেতুর কাজ একযোগে এগিয়ে চলছে। যেহেতু প্রধানমন্ত্রী সয়ং পদ্মা সেতুর কাজকে গুর’ত্বের সঙ্গে তদারকি করছেন সেজন্য পদ্মা সেতুর কাজকেই অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে।'
সড়ক, যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার সন্ধায় আকর্ষিক পদ্মা নদীর মুন্সীগঞ্জ পাড়ে ১১৫তম বার পদ্মা সেতু পরিদর্শনে এসে এসব কথা বলেন। তিনি কাউকে কিছুই না বলে বুধবার সন্ধায় হঠাত্ পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন। এ সময় মন্ত্রীকে দেখে পদ্মা সেতু কাজে কর্মরত সবাই অবাক হন।
এ সময় মন্ত্রী বাংলাদেশ প্রতিদিনকে আরো বলেন, 'পদ্মা সেতু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি এখানে রাতে, দিনে,সন্ধায়, দুপুরে এমনকি ঈদের দিনেও পরিদর্শন করবো। এজন্য পরিদর্শনের দিন ক্ষণ নেই।' এ সময় মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের আরো বলেন, 'আমি এখানে একটু সুযোগ পেলেই ছুটে আসবো। এটা শেষ না করা পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই।'
যোগাযোগ মন্ত্রীর এ পরিদর্শনকালে তিনি এবং তার প্রটোকল ছাড়া আর কাউকে দেখা যায়নি। এ সময় মন্ত্রী পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/ ৬ মে ২০১৫/শরীফ