ভারতের রাজ্যসভায় সীমান্ত বিল পাস হওয়ার ঘটনাকে বর্তমান সরকারের কূটনৈতিক সাফল্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি এ প্রক্রিয়ায় সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।
এরআগে, বুধবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এই বহুল আলোচিত সীমান্ত চুক্তি বিলটি পাস। এর মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের ১৬২টি ছিটমহল বিনিময় হওয়ার পথ অনেকটা প্রশস্ত হয়েছে। এখন বিলটি লোকসভায় যাবে। সেখানে বিলটি পাস হলে দুর্ভোগের অবসান ঘটবে বলে আশায় আছেন ছিটমহলের বাসিন্দারা।
এ সময় দেশে জঙ্গি কর্মকাণ্ড যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জঙ্গিবাদী কর্মকাণ্ড যেন ‘অঙ্কুরেই’ শেষ করা হয়।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৫/রশিদা/মাহবুব