রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আগামীকাল শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে তিঁনি সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারিত কার্যক্রম, সিরাজগঞ্জ জেলা রেজিষ্টারের কার্যালয় ও শেখ রাসেল পৌর শিশু পার্কসহ পাঁচটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। পরে তিনি রবীন্দ্র ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, হাসিবুর রহমান স্বপন ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।
প্রধানমন্ত্রীর আগমনে নতুন রূপে সেজেছে শাহজাদপুর। শাহজাদপুরের অধিকাংশ অফিসের পুরনো ভবনগুলোকে চুনকাম করে ঝকঝকে করা হয়েছে। পুরানো সাইনবোর্ড খুলে নতুন করে লাগানো হয়েছে। সমস্ত শাহজাদপুরকে ঝেড়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও নিজ নিজ উদ্যোগে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাদের বাড়িঘর ও বাড়ির পাশে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। পৌর শহরের বিধ্বস্ত রাস্তা-ঘাট তড়িঘড়ি করে মেরামত করা হয়েছে। শহরের প্রতিটি মোড় এবং প্রবেশ পথসহ বাঘাবাড়ী থেকে শাহজাদপুর পর্যন্ত সড়ক-মহাসড়কে অসংখ্য রং-বেরঙের পোষ্টার, প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। নির্মাণ করা হয়েছে শতাধিক বিশাল বিশাল তোরণ।
বিডি-প্রতিদিন/০৭ মে ২০১৫/ এস আহমেদ