ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বিলটি পাশ হওয়ার পর নিম্নকক্ষ লোকসভায় বিলটি উত্থাপিত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৭ মিনিটে ভারতের লোকসভায় বিলটি উত্থাপন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
বিলটি পাস করতে হলে ভারতীয় পার্লামেন্ট সদস্যদের সংবিধানে ১১৯তম সংশোধনী আনতে হবে। আর সংবিধানে সংশোধনী আনতে হলে দেশটির নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। এ জন্য প্রয়োজনে অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এরআগে, বুধবার বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এ বিলটি ভারতের রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়। বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৫/মাহবুব