রাজধানীর যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা ও আহতের ঘটনার মামলায় দাখিলকৃত চার্জশিটের ভিত্তিতে আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) পেলেই খালেদাসহ পলাতক আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করবে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে এ কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে গত ২৩ জানুয়ারি যাত্রাবাড়ির মাতুয়াইলে কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা এবং অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় পুলিশের একটি টহল দল এবং স্থানীয়রা নিক্ষেপকারীদের ধাওয়া করে। এঘটনায় হতাহতের সংখ্যা ছিল অন্তত ২৯ জন। এর মধ্যে নুরে আলম নামের এক যাত্রী মারাও যান। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের হয়।
মনিরুল ইসলাম বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে মূলত ২০ দলীয় নেতা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে এজহারে নাম উল্লেখ করা হয়। কারণ তার ঘোষিত কর্মসূচির কারণেই মূলত ওই ঘটনাটি তার দলের নেতাকর্মীরা সংগঠিত করে।
তিনি আরও বলেন, ওই ঘটনায় যাত্রাবাড়ি থানায় দায়েরকৃত মামলার (৫৮ নম্বর) তদন্ত শেষে বুধবার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। চার্জশিটে ৩৯ জনের সম্পৃক্ততা রয়েছে। এদের মধ্যে এক আসামি ইতোপূর্বে মারা গেছেন। বাকি ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তবে মামলায় এজহার নামীয় আসামির সংখ্যা ছিল অনেক। এ ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৫/মাহবুব