চট্টগ্রামে নিজের বন্দুকের গুলিতে আহত আনসার সদস্য মারা গেছেন। রোববার অসতর্কতাবশত হালিশহরে আনসার ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত মাহবুবুর রহমানের (২০) গ্রামের বাড়ি নেত্রকোনায়। তার পিতার নাম হাবিবুর রহমান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১ জুন ২০১৫/শরীফ