পরীক্ষামূলকভাবে কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলার উদ্দেশ্যে বাসযাত্রা শুরু হল। সোমবার পশ্চিমবঙ্গের সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে পরীক্ষামূলক বাসটি (বাস নম্বর: ডবুবি-২৩ডি-১২০৩) আগরতলার উদ্দেশ্যে ছেড়ে যায়। কলকাতা থেকে ঢাকা হয়ে সরাসরি আগরতলায় পৌঁছবে এই যাত্রীবাহী বাস। যৌথভাবে এই বাস পরিষেবা দেবে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম ও শ্যামলী যাত্রী পরিবহন। এদিন সকালে কলকাতা থেকে বাস ছাড়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পরিবহন সচিব আলাপন বন্দোপাধ্যায়, শ্যামলী পরিবহনের মালিক অবনী ঘোষ।
আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা নাগাদ আখাউড়া স্থলসীমান্ত দিয়ে আগরতলা আন্তর্জাতিক বাস টার্মিনাসে পৌঁছবে পরীক্ষামূলক বাসটি। ৩ জুন সকালে ওই বাসটি ফের আগরতলা থেকে ছেড়ে কলকাতার উদ্যেশ্যে রওনা দেবে এবং ওই দিন সন্ধ্যায় কলকাতায় পৌঁছবে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কলকাতা-ঢাকা-আগরতলা বাস পরিষেবা চালু করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আছে।
বিডি-প্রতিদিন/ ০১ জুন, ২০১৫/ রশিদা